ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার আব্দুল হান্নানের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রবিবার ঢাকা চীফ মেট্রোপলিটন আদালতে তোলা হয়। সেখানে আরও জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করে পুলিশ।
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাদির ওপর হামলার প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। তবে তদন্ত কার্যক্রম চলমান আছে।
আরও পড়ুন:








