শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তার কাছে চাঁদা দাবি; গ্রেপ্তার দুই সাংবাদিক

আবদুর রহমান প্রতীক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৯

আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৩:২১

শেয়ার

মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তার কাছে চাঁদা দাবি; গ্রেপ্তার দুই সাংবাদিক
চাঁদা দাবি করা দুই কথিত সাংবাদিক

মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বাংলাদেশ বেতারের এক কর্মকর্তার কাছে চাঁদা দাবি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের মূল গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহিন (৩২) ও মো. শহিদুল ইসলাম (২৬)। মো. শাহিন নিজেকে একটি পত্রিকার চিফ ক্রাইম রিপোর্টার পরিচয় দেন। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা থানার শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা। অপর অভিযুক্ত মো. শহিদুল ইসলাম ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ঝিটকা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সাংবাদিক পরিচয়পত্র, দুটি মোবাইল ফোন এবং একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।

বাংলাদেশ বেতার সূত্রে জানা যায়, গত নয় ডিসেম্বর বিকেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক ও মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবীর সাথে যোগাযোগ করেন মো. শাহিন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জানান, সংবাদ প্রকাশের আগে আলোচনায় বসতে চান।

এরই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর বিকেলে দুইজন বাংলাদেশ বেতার ভবনে এসে আলোচনায় বসেন। তবে আলোচনায় উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হয়।

পরে একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মো. মাহমুদুন নবীর হোয়াটসঅ্যাপে ফোন করে মো. শাহিন ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানির হুমকি দেয়া হয়।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কৌশলে কথোপকথন রেকর্ড করে নিরাপত্তাকর্মীদের অবহিত করা হয়। পরে কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় বাংলাদেশ বেতার ভবনের মূল গেট এলাকা থেকে কথিত দুই সাংবাদিককে আটক করা হয়।

বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অসাধু চক্র কর্মকর্তাদের পদোন্নতি ও প্রশাসনিক বিষয়ে মিথ্যা অভিযোগ সাজিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে।



banner close
banner close