মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ২১:৩২

শেয়ার

নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে
ছবি: সংগৃহীত

নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে তিনটি আইন অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাট তুলে নেয়া হয়েছে এবং খেজুর আমদানির শুল্কও কমানো হয়েছে। এছাড়া দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

প্রেস সচিব আরও জানান, গত ১৬ মাসে দুই হাজার আন্দোলন হলেও কোথাও সরাসরি গুলি চালানো হয়নি। তবে ভবিষ্যতে দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে।

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা করে সহায়তা এবং আহতদের ৫ লাখ টাকা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলেও তিনি জানান।



banner close
banner close