বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ ছাড়া বিদায়ী দুই উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।
দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।
আরও পড়ুন:








