সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গুমের মামলায় হাসিনা-জিয়াউলের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৫

শেয়ার

গুমের মামলায় হাসিনা-জিয়াউলের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনসহ নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা ও জিয়াউল আহসানসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৮ জানুয়ারি এ প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-এক এই আদেশ দেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিলো। তবে প্রসিকিউশনের পক্ষে সময় চাওয়ায় নতুন দিন নির্ধারণ করেন আদালত।

এ মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন জিয়াউল। তাকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।



banner close
banner close