সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কোর্ট ফির ২০ ভাগ কল্যাণ তহবিলে দেয়ার দাবিতে ঢাকা আইনজীবী সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৩

শেয়ার

কোর্ট ফির ২০ ভাগ কল্যাণ তহবিলে দেয়ার দাবিতে ঢাকা আইনজীবী সমিতির মানববন্ধন
ছবি: সংগৃহীত

আদালতে বিভিন্ন কাজে কোর্ট ফি’র মাধ্যমে পরিশোধ করা অর্থের ২০ ভাগ আইনজীবী কল্যাণ তহবিলের দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার সকালে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন করেন আইনজীবীরা।

মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্রিত হয়েছি আইনজীবীদের প্রাণের দাবি যুক্তিযুক্ত দাবি নিয়ে। ইতোমধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে বর্তমান প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেয়া হয়েছে। সেখানে বিভিন্ন আদালতের মাধ্যমে যে কোর্ট ফি রাজস্ব আদায় হয় তার একটি টাকাও আজ পর্যন্ত কোনো সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেননাই।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ সাধারণ আইনজীবীরা।

মানববন্ধনে অংশ নিয়ে অন্যান্য বক্তারা, আইনজীবীদের কল্যাণে দ্রুত ২০ ভাগ অর্থ দেয়ার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানান ঢাকা আইনজীবী সমিতির নেতারা।



banner close
banner close