চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিকে কায়েম।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনালে এসে পৌঁছান তিনি। এ সময় তার সাথে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে ঠিক কোন মামলায় জবানবন্দি দেবেন তা এখনো জানা যায়নি। এ নিয়ে পরবর্তীতে জানানোর ইঙ্গিত দিয়েছেন ডাকসু ভিপি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় জবানবন্দি দিতে পারেন বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে বহিরাগতদের নিয়ে আমাদের ভাই-বোনদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছেন তৎকালীন ভিসি মাকসুদ কামাল। আহত হয়ে হাসপাতালে যাওয়ার সময়ও দফায় দফায় হামলা চালিয়েছিলো ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। এই যে হাসিনার প্রশাসন যাদের ইন্ধনে আমাদের ভাই-বোনদের শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছি। সাক্ষ্য দেয়ার পর বিস্তারিত জানানো হবে।’
আরও পড়ুন:








