মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

লিথুয়ানিয়ার রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৪

শেয়ার

লিথুয়ানিয়ার রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (লিথুয়ানিয়ায় অনাবাসিক) মো. ময়নুল ইসলাম লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি গিতানাস নাউসেদা-এর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

স্থানীয় সময় সোমবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অবস্থিত রাষ্ট্রপতি প্রাসাদে পরিচয়পত্র পেশের এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন।

এ ছাড়া, পরিচয়পত্র পেশের পূর্বে রাষ্ট্রদূত লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী টরিকাস ভ্যালিস, রাষ্ট্র ও কূটনৈতিক প্রোটোকল বিভাগের মহাপরিচালক জুরাতে লোশিয়েনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স অধিদপ্তরের সিনিয়র কাউন্সেলর ক্রিস্টিনা বাবিচিয়েনের সাথে পৃথক বৈঠক করেন।



banner close
banner close