সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নারী নির্যাতন প্রতিরোধে মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৬:৫৫

শেয়ার

নারী নির্যাতন প্রতিরোধে মোমবাতি প্রজ্জ্বলন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন উপলক্ষে বর্নাঢ্য সাইকেল র‍্যালি, মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন এবং গণস্বাক্ষর কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সাহাবুদ্দিন পার্কে জেন্ডার প্ল্যাটফর্মের আয়োজনে এই বর্নাঢ্য সাইকেল র‌্যালীর আয়োজন করা হয়। পরে রাতে মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন এবং গণস্বাক্ষর কর্মসুচি পালিত হয়।

অনুষ্ঠানে জেন্ডার প্লাটফর্মের বিভিন্ন মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শুধু শারীরিকভাবে যৌন হয়রানি নয় বরং মানসিক ও মনস্তাত্বিক যৌন হয়রানি প্রতিরোধে কর্মক্ষেত্রে ব্র্যান্ড, বায়ার, শ্রমিক-মালিকসহ সকল পক্ষকে সচেতন হতে হবে। নারীর প্রতি যৌন হয়রানির বিষয়ে মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ে সক্ষমতা জোরদার করতে হবে।

আয়োজকরা জানান, প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর সারা বিশ্বের সাথে বাংলাদেশে পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।



banner close
banner close