সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জেনে নিই নির্বাচনের তফসিলে ভোটের তারিখ ছাড়াও যা থাকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ২০:৪৫

শেয়ার

জেনে নিই নির্বাচনের তফসিলে ভোটের তারিখ ছাড়াও যা থাকে
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) যখন পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে, তখন অনেকেই কেবল নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টিই বোঝেন। কিন্তু সাংবিধানিক দায়িত্ব হিসেবে ইসির ঘোষিত এই তফসিল মানে কেবল নির্বাচনের দিনক্ষণ জানানো নয়। নির্বাচনের সঙ্গে জড়িত আরও অনেক খুঁটিনাটি ও আইনি সিদ্ধান্তের বিস্তারিত সময়সূচি থাকে এই তফসিলের ভেতরে।

আসুন জেনে নিই নির্বাচনের তফসিলে আর কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে-

তফসিল আসলে কী?

খুব সহজ ভাষায়, তফসিল হলো নির্বাচন আয়োজন করার জন্য প্রয়োজনীয় সকল কাজের একটি আইনি সময়সূচি। অর্থাৎ, নির্বাচন অনুষ্ঠানের তারিখের আইনি ঘোষণার পাশাপাশি এটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এর মধ্যে রয়েছে..

মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা: প্রার্থীরা তাদের প্রার্থিতার মনোনয়নের কাগজ কত তারিখ থেকে জমা দেয়া শুরু করতে পারবেন, তার ঘোষণা থাকে।

বাছাই ও আপিল: নির্বাচন কমিশন কত দিনের মধ্যে মনোনয়নের কাগজ বাছাই করবে এবং বাছাই প্রক্রিয়ায় মনোনয়ন বাতিল হলে প্রার্থিতাপ্রত্যাশী ব্যক্তি কত দিন পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন, তার সময় বেঁধে দেয়া হয়।

প্রচারণার সময়সীমা: যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন, তাদের তালিকা কবে নাগাদ ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করা যাবে এবং কত দিন পর্যন্ত তা চালানো যাবে, তার উল্লেখ থাকে। সাধারণত প্রার্থীর নির্বাচনী প্রতীক ঘোষণার সাথে প্রচারণা শুরুর তারিখ সম্পর্কিত থাকে।

ভোট গ্রহণ ও গণনা: নির্বাচন কত তারিখ হবে, কোন সময়ে শুরু হবে আর কোন সময় পর্যন্ত ভোট গ্রহণ চলবে তার বিস্তারিত তথ্য থাকে। এছাড়াও, ভোটের পর ভোট গণনা কিভাবে এবং কোথায় হবে, তারও পরিষ্কার উল্লেখ থাকে।

এই পুরো বিষয়টির সমষ্টিকেই নির্বাচনের তফসিল বলা হয়।



banner close
banner close