মিরপুরে সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে ২০ লাখ টাকা দাবি করার অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক প্রতারককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দারুসসালাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দারুসসালাম থানার এসআই আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৭ ও ৮ ডিসেম্বর ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কয়েকজন কর্মকর্তার মোবাইলে পরপর অজ্ঞাত নম্বর থেকে কল আসে। প্রতিষ্ঠানটি সরকারি প্রকল্প নিয়ে কাজ করছে জানিয়ে কলদাতারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মাসিক চাঁদা দাবি করে।
পরদিন মঙ্গলবার চক্রের কয়েকজন সদস্য প্রতিষ্ঠানটির কল্যাণপুরের খাজা সুপার মার্কেটের অফিসে হাজির হয়ে ২০ লাখ টাকা দাবি করে কর্মকর্তাদের ভয় দেখায়। এমনকি প্রকল্প নিয়ে মিথ্যা অভিযোগ তুলে ধরার হুমকি দেয়।
এক পর্যায়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কৌশলগতভাবে চক্রের একজন সদস্যকে চূড়ান্ত আলোচনার জন্য অফিসে ডেকে নেন। সেই সূত্র ধরে মো. জাহাঙ্গীর আলম অফিসে এলে আগেই অবস্থান নেয়া পুলিশ তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে।
পরে জাহাঙ্গীর আলম পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড জানায়, ‘প্রতারক চক্রটির কল রেকর্ডিংসহ অন্যান্য ডকুমেন্ট আমাদের কাছে আছে এবং তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। আমরা আইনের প্রতি পূর্ণ আস্থাশীল এবং এ চক্রের সব সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে দারুসসালাম থানার এসআই বলেন, ‘এটি একটি সংঘবদ্ধ প্রতারণা ও চাঁদাবাজ চক্র। আসামি চাঁদার বিষয়টি স্বীকার করেছে এবং মামলা অনুযায়ী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন:








