বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন। বিষয়টি হাইকোর্টে আসে নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা নিয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে। গত ১০ নভেম্বর হাইকোর্টের রায়ে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট গেজেট প্রকাশ করার নির্দেশ দেয়া হয়েছিল।
নির্বাচন কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল ডিভিশনে আবেদন করলেও আদালত হাইকোর্টের রায় বহাল রাখে। নির্বাচন কমিশন আগে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করে গেজেট প্রকাশ করেছিলো।
আজকের আদেশের ফলে বাগেরহাটে সংসদীয় আসন চারটি ও গাজীপুরে পাঁচটি আসন বহাল থাকবে।
আরও পড়ুন:








