শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

১৮ ডিগ্রি তাপমাত্রায় শুরু ঢাকার সকাল, শুষ্ক থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩১

শেয়ার

১৮ ডিগ্রি তাপমাত্রায় শুরু ঢাকার সকাল, শুষ্ক থাকবে আবহাওয়া
ছবি: বাংলা এডিশন

ঢাকায় আজকের সকালটা শুরু হয়েছে শীতের হালকা ছোঁয়ায়। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঝড় সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে—সকালের দিকে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা আগের দিনের মতোই স্থির থাকবে।

তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি।

সূর্য আজ ডুববে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল উঠবে ভোর ৬টা ২৯ মিনিটে।

এদিকে সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া থাকবে শুষ্ক এবং রাতের শেষ দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকবে।



banner close
banner close