ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানীজুড়ে গতকাল (৬ ডিসেম্বর) ১,৫১৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পাশাপাশি ৩৭৪টি যানবাহন ডাম্পিং এবং ১৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, বিভিন্ন ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে যে সংখ্যক মামলা করা হয়েছে—
ট্রাফিক-মতিঝিল বিভাগ: ২১৮টি
ট্রাফিক-ওয়ারী বিভাগ: ২৯৩টি
ট্রাফিক-তেজগাঁও বিভাগ: ১৬৭টি
ট্রাফিক-মিরপুর বিভাগ: ২২১টি
ট্রাফিক-গুলশান বিভাগ: ৩১৮টি
ট্রাফিক-উত্তরা বিভাগ: ২০৩টি
ট্রাফিক-রমনা বিভাগ: ৭৬টি
ট্রাফিক-লালবাগ বিভাগ: ৮৬টি
বিভিন্ন ধরনের বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








