শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

রাজধানীর ডেমরায় অটোরিক্সার ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:২১

শেয়ার

রাজধানীর ডেমরায় অটোরিক্সার ধাক্কায় যুবক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানার মোল্লা ডাইং এলাকায় রাস্তা পারাপারে সময় অটোরিক্সার ধাক্কায় মো. বাবুল মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার ভাটিয়া এলাকায়। তার বাবার নাম মতি মিয়া। তিনি ডেমরা এলাকায় থাকতেন।

মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।



banner close
banner close