সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১১:১৫

শেয়ার

সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন সংক্রান্ত প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবারের বৈঠকের পরই যেকোনোদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের ১০তম সভা শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা বসছে ইসি। এতে অন্য চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

আজকের বৈঠকে আলোচনা হবে, আইন ও রীতির আলোকে কার্যক্রম, নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, মাঠ পর্যায়ে সমন্বয় ও দলীয় নিবন্ধন নিয়ে।

এ ছাড়া এনআইডি সংশোধন, মক ভোটের অভিজ্ঞতা এবং স্মার্ট কার্ড ও অর্থ সংক্রান্ত বিষয়েও আলোচনা হবে আজকের বৈঠকে।



banner close
banner close