সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর ঘটেছে তা দেশের ইতিহাসে এক মাইলফলক: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৩

শেয়ার

বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর ঘটেছে তা দেশের ইতিহাসে এক মাইলফলক: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

গত দেড় বছরে সম্মিলিত প্রচেষ্টা ও সাংবিধানিক স্বচ্ছতার ভিত্তিতে বিচার ব্যবস্থায় যে মৌলিক রূপান্তর সাধিত হয়েছে, তা দেশের বিচারিক ইতিহাসে এক মাইলফলক, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার রেডিসন ব্লু চট্টগ্রাম বে হোটেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউএনডিপি'র যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের মাধ্যমে বহুদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রীম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে।’

তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ এক নতুন প্রাতিষ্ঠানিক যুগে প্রবেশ করেছে। এটি মূলত শক্তিশালী ও স্বাধীন বিচারব্যবস্থা নির্মাণে জাতীয় ঐকমতের প্রতিফলন।’



banner close
banner close