শনিবার

৬ ডিসেম্বর, ২০২৫ ২১ অগ্রহায়ণ, ১৪৩২

উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশের জনপ্রিয় তিন সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ২১:২৫

আপডেট: ৫ ডিসেম্বর, ২০২৫ ২১:২৭

শেয়ার

 উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশের জনপ্রিয় তিন সাংবাদিকের
সংগৃহীত ছবি

যমুনা টেলিভিশনের টকশো উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ৩ সাংবাদিক। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াছ হোসাইন, কনক সারোয়ার এবং পিনাকী ভট্টাচার্য যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ওই উপস্থাপিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

May be an image of one or more people and text that says "Jamuna tv যমুনা টিভি জুলাই আন্দোলনসহ খুনী হাসিনার শাসনামলে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে যে কারনে যমুনা মালিক কর্তৃপক্ষ নানাভাবে ব্বরাচারের নিপিড়নের শিকার হয়েছে I এই টিভির সাথে মানুষের আবেগ-ভালোবাসা জড়িত। I সম্প্রতি এই প্রতিষ্ঠানের একজন উপস্থাপিকা শেখ হাসিনাকে আপোষহীন নেত্রী বলে খালেদা জিয়াকে ছোট করার ধুষ্টতা দেখিয়েছে! উপস্থাপিকা শুধু খালেদা জিয়াকে ছোট করেনি একজন খুনীর পক্ষে কথা বলেছে যে কিনা গুম-খুনের সঙ্গে জড়িত যমুনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে রোকসানা নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। পিনাকী্টাচার্য পিনাকী ভট্টাচার্য কনক সরওয়ার ইলিয়াছ হোসাইন"

সাংবাদিক ইলিয়াছ হোসাইন যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে উদ্দ্যেশ্য করে লেখেন, ‘নিকোলের মতো দেশ প্রেমিকার ব্যাপারে একটু সতর্ক থাকুন! এসব টক শো আওয়ামী পুনর্বাসনের বাহানা’। সাংবাদিক ইলিয়াছ একই পোস্টে নিকোলের টকশো’র অংশ শেয়ার করেছেন। সেই ভিডিওতে ব্যারিষ্টার এএসএম শাহারিয়ার কবিরের সাথে উপস্থাপিকা নিকোলের বাকবিতন্ডা করতে দেখা যায়। এক পর্যায়ে শাহারিয়ার বিরোধিতা করে এবং শেখ মুজিবের পক্ষ নিয়ে কথা বলেন নিকোল।

এছাড়াও ভিডিওটিতে উপস্থাপিকা আমন্ত্রিত অতিথি ব্যারিষ্টার এএসএম শাহারিয়ার কবিরের সাথে অশোভন আচরণ করেন। যেটি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমন বলে অভিযোগ করেছে অনেকে।

ভিডিওটি ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় অনলাইন এক্টিভিস্ট এবং সাংবাদিক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক ওয়ালে লেখেন, উপস্থাপিকা নিকোল রেড লাইন ক্রস করেছেন। এমন ধৃষ্টতা ক্ষমার অযোগ্য!

এর আগেও নিকোলের বিতর্কিত টকশো’র বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পিনাকী। তিনি সেসময় প্রাসঙ্গিক প্রশ্ন না করার অভিযোগ করেছিলেন ওই উপস্থাপিকার বিরুদ্ধে।

সাংবাদিক ইলিয়াছ হোসাইন, কনক সারোয়ার এবং পিনাকী ভট্টাচার্য, জনপ্রিয় এই তিন সাংবাদিক ওই উপস্থাপিকার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পূনর্বাসনে দলটির পক্ষে তার টকশোতে কৌশলে কথা বলেন বলে অভিযোগ তুলেছেন। সেই সাথে তারা উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

জানা যায়, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের পক্ষে কান্না করে দারুনভাবে পরিচিতি পায় উপস্থাপিকা নিকোল। তবে জুলাই আন্দোলনে খুনী হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি তার বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামীলীগের পক্ষে কথা বলে বিতর্কিত হয়েছে। সেইসাথে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদেরকে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাধারণ মানুষের ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে তাদের পুঞ্জিভুত ক্ষোভ প্রকাশ করতে থাকে ২৪ এর গণ-অভ্যুত্থানের পর। তারই অংশ হিসেবে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২’এ শেখ মুজিবের বাড়ি ভেঙ্গে দেয়। ওই ঘটনাটিকে মব বলে প্রথম প্রচার করা হয় উপস্থাপিকা নিকোলের একটি টকশোতে। যেখানে ভারতীয় চর ও বিএনপি নেত্রী ব্যারিষ্টার রুমিন ফারহানা ৩২ এর ঘটনাকে বীভৎস মববাজী দাবি করে এবং আওয়ামীলীগের নিবন্ধন বাতিল হওয়ার ঘটনার প্রতিবাদ করে।

এছাড়াও ওই উপস্থাপিকার টকশোতে নিয়মিত আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা গেছে চিহ্নিত আওয়ামী দোসর ও ভারতীয় চর মাসুদ কামালকে। নিয়মিত এসব দোসরদের নিয়ে টকশো করে কৌশলে ফ্যাসিস্ট দলের পক্ষ নেয়ার অভিযোগ রয়েছে নিকোলের বিরুদ্ধে। উস্কানীমূলক অঙ্গভঙ্গির মাধ্যমে আওয়ামী দোসরদের উস্কে দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন নিয়ে টকশোতে উস্কানীমূলক প্রশ্ন করার অভিযোগ রয়েছে ওই উপস্থাপিকার বিরুদ্ধে।

বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, উপস্থাপিকা নিকোল তার প্রশ্নের মধ্যে জামায়াতে ইসলামী, বিএনপি এবং অতর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উস্কানি ছুড়ে দেন। শুধুমাত্র আওয়ামী প্রসঙ্গে তার নমনীয়তা আওয়ামী পূনর্বাসনের বাহানা বলে মনে করেন অনেকে। আওয়ামী লীগ ব্যাতিত সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ নানা ইস্যুতে বিতর্কিত বিষয়ে উস্কানিমূলক প্রশ্ন করেন যমুনা টিভির এই উপস্থাপিকা।

জানা যায়, আওয়ামীলীগ ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় দাবি করা এবং ফ্যাসিস্ট খুনী হাসিনাকে আপোষহীন নেত্রী দাবি করার অভিযোগ রয়েছে যমুনা টিভির উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে। ২৪ পরবর্তী সময়ে খুনী হাসিনার পক্ষ নেয়া এবং আওয়ামী লীগ পূনর্বাসনের সুক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তিন সাংবাদিক।

এছাড়াও সম্প্রতি শেখ মুজিবের পক্ষে কথা বলায় নতুনকরে সমালোচনা সৃষ্টি হয়েছে উপস্থাপিকা নিকোলের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নেটিজেনরা।



banner close
banner close