বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৯:১১

শেয়ার

ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা
সংগৃহীত ছবি

ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতনের বিভাজন কমাতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাগুলোর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, নারী ক্রিকেটারদের বেতন এরইমধ্যেই বাড়ানো হয়েছে। সামনে নারী ফুটবলারদের বেতনও বাড়ানো হবে। অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়া অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সরকারের আন্তর্জাতিক মানের স্পোর্টস ইন্সিটিউট করার পরিকল্পনা রয়েছে। তরুণরা খেলাধুলায় যুক্ত হলে মাদকসহ অনেক কিছু থেকে দূরে রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।



banner close
banner close