বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ
পটুয়াখালীতে অটো ছিনতাই আন্তজেলা ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তার সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ আখ মাড়াই মওসুম শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানীর চিনিকলে পটুয়াখালী-২ আসন: শফিকুল ইসলাম মাসুদের বিপরীতে লড়বেন বিএনপির শহিদুল আলম ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী তৈরি করাই শিবিরের মূল উদ্দেশ্য: শিবির সভাপতি জাহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা

সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৯:০৮

শেয়ার

সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা
সংগৃহীত ছবি

এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা কাভার করতে গিয়ে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবু সালেহ মুসা হেনস্তার শিকার হয়েছেন। হাসপাতালের সামনে নিয়মিত সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে নিয়োজিত ছিলেন তিনি।

গত ১ ডিসেম্বর তাঁর করা “এভারকেয়ারের সামনে ছবি ও সেলফি তোলার হিড়িক” শিরোনামের ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে। এর পরদিন ওই প্রতিবেদনের জেরে বিএনপি সমর্থক পরিচয় দেওয়া মো. রফিক ইসলাম এসে মুসাকে সশরীরে হেনস্তা করেন।

ঘটনাস্থলেই রফিক ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিক মুসাকে অপমানজনকভাবে প্রশ্নবানে জর্জরিত করেন। শুধু তাই নয়—সেখানে থাকা অন্যান্য সাংবাদিকদেরও একে একে লাইভে পরিচয় প্রকাশ করতে বাধ্য করার চেষ্টা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রফিক ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম পোল মোগরা এলাকায়। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। বিএনপির কোনো পদে না থাকলেও দলীয় সমর্থকের পরিচয় কাজে লাগিয়ে সাংবাদিককে হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন (এমআরএ) তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম বলেন,

“সাংবাদিক হেনস্তার এই ঘটনা গভীর উদ্বেগজনক। আমরা চাই—বিএনপি দ্রুত পদক্ষেপ নিক এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হোক।”

এমআরএ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন,

“একজন সাংবাদিকের ওপর হামলা মানেই পুরো গণমাধ্যমের ওপর হামলা। অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে—এটাই আমাদের দাবি।”

সংগঠনটির মতামত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পেশাগত দায়িত্বপালন বাধাগ্রস্ত হবে। তাই অবিলম্বে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে এমআরএ।

এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনও ঘটনার নিন্দা জানিয়ে নিরাপদ কর্মপরিবেশ ও দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।



banner close
banner close