বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ
পটুয়াখালীতে অটো ছিনতাই আন্তজেলা ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তার সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ আখ মাড়াই মওসুম শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানীর চিনিকলে পটুয়াখালী-২ আসন: শফিকুল ইসলাম মাসুদের বিপরীতে লড়বেন বিএনপির শহিদুল আলম ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী তৈরি করাই শিবিরের মূল উদ্দেশ্য: শিবির সভাপতি জাহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫১

শেয়ার

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া
সংগৃহীত ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে কর্মরত ছিলেন।

২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন সোহানিয়া। সেই আসরে তিনি সেরা দশে জায়গা করে নেন এবং ক্লোজআপ ‘মিস বিউটিফুল স্মাইল’ পুরস্কার অর্জন করেন। শোবিজে কিছু কাজ করলেও পড়াশোনায় মনোযোগ দেওয়ায় নিয়মিত ছিলেন না তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সোহানিয়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তার নিয়োগের সুপারিশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের ৭৭টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। নীলফামারীর ছয় উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে রদবদল। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে আজ (৪ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করেন সোহানিয়া।

ব্যক্তিজীবনে সোহানিয়া একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তি। বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। অল্প বয়স থেকেই তিনি পড়াশোনা, সংস্কৃতি এবং স্কাউটিংয়ে ছিলেন সমান তুখোড়। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হওয়া, জাতীয় পর্যায়ে গান ও অভিনয়ে পুরস্কার, কাব স্কাউটে রানার্সআপ হওয়া সবক্ষেত্রেই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন।

ছোটবেলা থেকে মেধা ও প্রতিভায় সমৃদ্ধ এই তরুণ কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালনে কিশোরগঞ্জবাসী নতুন প্রত্যাশা দেখছেন।



banner close
banner close