বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

সর্বশেষ
পটুয়াখালীতে অটো ছিনতাই আন্তজেলা ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তার সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ আখ মাড়াই মওসুম শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানীর চিনিকলে পটুয়াখালী-২ আসন: শফিকুল ইসলাম মাসুদের বিপরীতে লড়বেন বিএনপির শহিদুল আলম ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী তৈরি করাই শিবিরের মূল উদ্দেশ্য: শিবির সভাপতি জাহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা

টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৫

শেয়ার

টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড
সংগৃহীত ছবি

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় এম ভি মায়ের দোয়া নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়ুকখাল থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর দুপুর ১২টায় বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধার করা যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।



banner close
banner close