বৃহস্পতিবার

৪ ডিসেম্বর, ২০২৫ ২০ অগ্রহায়ণ, ১৪৩২

নির্বাচন ও গণভোটের তফসিল: রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

নির্বাচন ও গণভোটের তফসিল: রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ইসির চিঠি
সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য আগামী ১০ অথবা ১১ ডিসেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশনের সভা রয়েছে।

প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের তফসিলের চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা আসে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসির একজন কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতের দুয়েকদিনের মধ্যে তফসিলের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

ইসি সূত্র জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।



banner close
banner close