বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৭

শেয়ার

বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের চলমান এড-হক কমিটিকে অদক্ষ, দায়িত্বহীন ও অস্বচ্ছ দাবি করে বাতিলের মাধ্যমে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। এছাড়া দেশের সকল আইনজীবী সমিতি, যেমন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা ও চট্টগ্রাম বারসহ, এড-হক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি করেছে সংগঠনটি।

আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় সদস্য সচিব এরশাদুল বারী খন্দকার সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক এসএম আজমল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফি, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, সেফায়েত উল্লাহ, বিশ্বনাথ কর্মকার, মেরি আক্তার ও মুখ্য সংগঠক সাকিল আহমাদ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এড-হক কমিটির বিধান বার কাউন্সিলের আদেশ বা বিধিতে নেই। সম্প্রতি রিভিউ আবেদনের ভিত্তিতে ১৯১৪ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হলেও সেই ফলাফল বাতিল করে অনেক শিক্ষার্থী ও আইনজীবীর সুযোগ ক্ষুণ্ণ করা হয়েছে। এ ঘটনার মাধ্যমে এড-হক কমিটি দায়িত্বহীনতা, অদক্ষতা ও অস্বচ্ছতার প্রমাণ দিয়েছে। সংগঠনের মতে, এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই বার কাউন্সিলের দায়িত্ব পালন করার।

সংগঠনটি দাবি করেছে, অবিলম্বে এ কমিটি বাতিল করতে হবে। এড-হক কমিটির অধীনে কোনো পরীক্ষা বা বার কাউন্সিলের নির্বাচন স্বচ্ছভাবে আয়োজন করা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার ও বার কাউন্সিলের এড-হক কমিটি দ্রুত বাতিল করে নির্বাচিতদের হাতে ক্ষমতা ফেরাতে হবে।



banner close
banner close