অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, সাবেক এই সচিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকার সম্পদ রাখার অভিযোগে ২০২৩ সালের ৫ জুন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটি করেন। পরে, দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তদন্ত শেষে সাবেক এই সচিবের বিরুদ্ধে চার্জশিটের সুপারিশ করলে মঙ্গলবার কমিশন তা অনুমোদন করে। ২৬(২) ও ২৭(১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন হয়েছে।
আরও পড়ুন:








