বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

নির্বাচনে ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোডের ব্যবস্থা রাখছে কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১৮

আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫ ১০:২১

শেয়ার

নির্বাচনে ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোডের ব্যবস্থা রাখছে কমিশন
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভুয়া সাংবাদিক যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, এজন্য ‘কিউআর কোড’ এর ব্যবস্থা রাখছে কমিশন। বুধবার সকালে সাংবাদিকদের নির্বাচন প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন ভোটার একটি ভোট দিতে গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। ভোটকেন্দ্র বাড়ানোর উপায় নেই।
ইসি মো. সানাউল্লাহ বলেন, দেশে ইতিহাসে এবার ভিন্ন মাত্রার নির্বাচন হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, গণভোটের ৪টি প্রশ্নে আংশিক একমত বা দ্বিমত জানানোর সুয়োগ নেই, হ্যাঁ বা না ভোট দিতে হবে।



banner close
banner close