মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সচিব পদের সুবিধা না পেয়ে হতাশ প্রেস মিনিস্টার মোর্তোজা; 'আবেদন' ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:১৪

আপডেট: ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:১৯

শেয়ার

সচিব পদের সুবিধা না পেয়ে হতাশ প্রেস মিনিস্টার মোর্তোজা; 'আবেদন' ভাইরাল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সচিব পদমর্যাদায় ভাতা সুবিধা স্পষ্টীকরণের আবেদন জানিয়েছেন। গত ২৫ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন তিনি। তার এই আবেদনের কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।

আবেদনে গোলাম মোর্তোজা লেখেন, ‘১৯ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় দুই বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছি। চুক্তিপত্রে লেখা আছে—মাসিক মূল বেতন ৭৮,০০০ টাকা এবং বিধি মোতাবেক সচিবের জন্যে নির্ধারিত আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। কিন্তু বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির মিনিস্টার প্রেস পদ যুগ্মসচিব পদমর্যাদার। সে কারণে সচিব পদমর্যাদায় মূল বেত টাকা পেলেও, ভাতা সুবিধাদি পাচ্ছি পূর্ব নির্ধারিত যুগ্মসচিব মর্যাদায়, যা এখনও সচিব পদমর্যাদায় নির্ধারণ করা হয়নি।

পোস্টাল ব্যালটের ভোট দিতে এক লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধনপোস্টাল ব্যালটের ভোট দিতে এক লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন

ওই আবেদনে তিনি আরো ‍উল্লেখ করেন, ‘সচিব পদমর্যাদায় মাসিক মূল বেতন ৭৮ হাজার টাকা পেলেও ভাতা সুবিধাদি পাচ্ছি যুগ্মসচিব পদমর্যাদায়। সচিব পদমর্যাদায় মূল বেতনের মতো করে তিনি ভাতার অংক উল্লেখ না থাকায় প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।

তিনি ‍উল্লেখ করেন, ‘চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তি ও অর্থ বিভাগের মতামত অনুযায়ী সচিব পদমর্যাদায় ভাতা সুবিধাদি নির্ধারণ করে দেয়ার জন্যে অনুরোধ করছি।



banner close
banner close