মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৭

শেয়ার

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতনের দিন আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা জানে আলম খান।

মঙ্গলবার ট্রাইব্যুনাল-দুই এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে নিজের জবানবন্দি পেশ করছেন তিনি। ট্রাইব্যুনালের অপর সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন বেলা সোয়া ১১টার পর ২৪তম সাক্ষী হিসেবে জানে আলমের সাক্ষ্য শুরু হয়। তার সাক্ষ্য ও জেরা শেষ হলেই মামলাটি যুক্তিতর্কের ধাপে যাবে।

প্রসিকিউশনের পক্ষে মঙ্গলবার শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদারসহ অন্যরা।



banner close
banner close