চট্টগ্রাম নগরে ১০৮টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এসব ভবন যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকায় নগরবাসীর নিরাপত্তার স্বার্থে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এই প্রেক্ষাপটে ২০২৫ সালের এক ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চউক যৌথভাবে একটি বিশেষ কমিটি গঠন করেছে। নতুন এই কমিটি নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা যাচাই, অপসারণ এবং ভবিষ্যৎ ঝুঁকি শনাক্তকরণের কাজ পরিচালনা করবে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে, চিহ্নিত ১০৮টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ বা নিরাপদ ব্যবস্থায় আনা। নগরে নতুন করে গড়ে ওঠা অননুমোদিত বা কোডবহির্ভূত ভবন শনাক্ত করা। ভবন নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ের জন্য জরুরি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন।
চউক জানিয়েছে, ভবনগুলো প্রাথমিক জরিপে অস্থিতিশীল বা কাঠামোগতভাবে দুর্বল প্রমাণিত হওয়ায় সেগুলো ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। তবে অনেক ভবনে বাসিন্দা বা মালিকরা এখনো অবস্থান করায় অপসারণ কার্যক্রম শুরু করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
চসিক বলেছে, কমিটি দ্রুত মাঠপর্যায়ে কাজ শুরু করবে এবং নগরের নিরাপত্তা নিশ্চিত করতে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








