সোমবার

১ ডিসেম্বর, ২০২৫ ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৬

শেয়ার

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা সহ দেশের সব অঞ্চলে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সামগ্রিক অবস্থা তুলে ধরে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে এগোতে থাকলেও ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এটি ১১.৫° উত্তর অক্ষাংশ ও ৮০.৫° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা:

সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:

দেশব্যাপী আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সার্বিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:

দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রার তেমন পরিবর্তন নাও হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।



banner close
banner close