মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সেনাবাহিনীকে দুর্বল করতেই বিডিআর হত্যাকাণ্ড চালায় আ. লীগ ও ভারত: তদন্ত কমিশন

কাজী পাপ্পু

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১১:২০

আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫ ১১:২৩

শেয়ার

সেনাবাহিনীকে দুর্বল করতেই বিডিআর হত্যাকাণ্ড চালায় আ. লীগ ও ভারত: তদন্ত কমিশন
বিডিআর হত্যাকাণ্ড

বিডিআর বিদ্রোহ’ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। দীর্ঘ ১৬ বছর পর উন্মোচন হলো এই বিদ্রোহের মূল সত্য। যেখানে উঠে আসে বিদ্রোহর নামে হত্যা করা হয়েছে সেনা কর্মকর্তাদের।

রবিবার বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

এরপর কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান বাহিনীগুলোকে দুর্বল, ক্ষমতা দীর্ঘায়িত করাই বিডিআর হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য।

এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ ফজলে নূর তাপস। দলগতভাবে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ। দলের প্রধান হিসাবে শেখ হাসিনা, শেখ হেলালসহ প্রতিবেশি ভারতের জড়িত থাকারও সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার পেছনে ছিলো সুদূরপ্রসারী পরিকল্পনা। এমনকি এর দায় তৎকালীন সরকারপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও।

এ সময় কমিশন প্রধান এ সময় বলেন হত্যার আগে এই সব সেনা কর্মকর্তাদের নির্যাতনও করে তারা।

পিলখানার সেই অধ্যায় এখনো দেশবাসীর জন্য দগদগে ক্ষত। তদন্ত প্রতিবেদন নতুন করে আলো ফেলল্ওে প্রশ্ন রয়ে গেছে অনেক। আর বিচার ও জবাবদিহির অপেক্ষায় মুখিয়ে আছে একটি জাতি।



banner close
banner close