মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

ঢাকায় শীতের আমেজ,তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:১০

আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:১২

শেয়ার

ঢাকায় শীতের আমেজ,তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সকালেই ঢাকায় হালকা শীতের স্পর্শ মিলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে কার্যকর ঢাকা ও আশপাশের এলাকার ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যার ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ৭৯ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আর আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।



banner close
banner close