মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

মারা গেছেন হলমার্কের এমডি তানভীর মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ০৬:৫৬

শেয়ার

মারা গেছেন হলমার্কের এমডি তানভীর মাহমুদ

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাবন্দি ছিলেন।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, তানভীর মাহমুদ শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে অসুস্থতাবোধ করলে তাকে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটায় তাকে ঢামেকের ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত জটিলতা ছিল তার।

উল্লেখ্য, অস্তিত্বহীন কোম্পানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারপারসন জেসমিন ইসলামসহ ৯ জনকে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

এর আগে, সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। এসব মামলার একটিতে তানভীর মাহমুদসহ সংশ্লিষ্টরা সাজাপ্রাপ্ত ছিলেন।



banner close
banner close