বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

মক ভোটিংয়ে ভোট পড়েছে ৭০.৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৬:২২

শেয়ার

মক ভোটিংয়ে ভোট পড়েছে ৭০.৪ শতাংশ
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে আজ ‘মক ভোটিং’ আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং শেষে এ তথ্য জানানো হয়।

প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, মক ভোটিংয়ে ৫০০ ভোটারের মধ্যে ৭০.৪ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ ৩৫২ জন ভোট দিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার একটি বুথে নানা ধরনের ভোটারদের নিয়ে টাইম পর্যালোচনা করেছেন। এটা নিয়ে একটা প্রতিবেদন আসবে। এর ভিত্তিতে সামগ্রিক বিষয়গুলো নির্ধারণ করবে নির্বাচন কমিশন।



banner close
banner close