বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১২:৫৭

শেয়ার

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে চলতি বছরে কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান ড. খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এ ছাড়া গত কয়েক মাসে ড. খলিলুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে।



banner close
banner close