বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ঢাকায় তাপমাত্রা নামলো ১৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ০৮:৫৫

শেয়ার

ঢাকায় তাপমাত্রা নামলো ১৭ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের আমেজ আরও স্পষ্ট হচ্ছে। শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আকাশ আজ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

পূর্বাভাসে দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ২৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।



banner close
banner close