শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

তফসিল ঘোষণার আগেই পদ আপগ্রেডেশন ও পদোন্নতির দাবি ইসি কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ২৩:৪৫

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৫ ২৩:৪৯

শেয়ার

তফসিল ঘোষণার আগেই পদ আপগ্রেডেশন ও পদোন্নতির দাবি ইসি কর্মকর্তাদের
সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সব পদ আপগ্রেডেশন শেষ করে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

দাবি বাস্তবায়িত না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শাট ডাউনের মতো কঠোর কর্মসূচি পালনের বিষয়েও আলোচনা হয় সভায়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে এ তথ্য জানায়। এর আগে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে গত ২৫ নভেম্বর রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলা/থানা নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।

সংগঠনটি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে এবং সব জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদ ৫ম গ্রেডে উন্নীতকরণ এবং নির্বাচনের পূর্বেই পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নের লক্ষ্যে বিধিমালা প্রণয়ন ও তা গেজেট আকারে প্রকাশ করতে হবে। মন্ত্রিপরিষদ কর্তৃক গেজেট প্রকাশিত হওয়া সত্ত্বেও বিধিমালা অনুমোদন ও বাস্তবায়নে বিলম্ব হওয়ায় কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।

সংগঠনটি আরও জানায়, আসন্ন নির্বাচনে আচরণবিধির সুষ্ঠু প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য ডাবল-কেবিন পিকআপ এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসারদের জন্য মোটরসাইকেল সরবরাহ করতে হবে। সেই সঙ্গে জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার পদে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার দাবি জানায় কর্মকর্তারা।

এছাড়া ডাটা এন্ট্রি অপারেটরদের পদ রাজস্বখাতে রূপান্তরকরণ এবং ২০২৩ সালে প্রণীত বৈষম্যমূলক এনআইডি আইন বাতিল করার বিষয়েও সবাই একমত হয়।



banner close
banner close