বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

দক্ষিণ কেরানীগঞ্জে ময়লার স্তূপ থেকে রিভলভার ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৯:৪৩

শেয়ার

দক্ষিণ কেরানীগঞ্জে ময়লার স্তূপ থেকে রিভলভার ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার
ছবি: বাংলা এডিশন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত ইকুরিয়া এলাকায় ময়লার স্তূপ থেকে একটি রিভলভার ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে ইকুরিয়া বিআরটিএ অফিসের পশ্চিম পাশে ময়লার স্তুপে অস্ত্রটি দেখতে পান ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. মামুন হোসেন।

পুলিশ জানায়, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা রিভলভারটি দেশীয় নাকি বিদেশিতা পরীক্ষা করে দেখছে সংশ্লিষ্ট বিভাগ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন বলেন, “অস্ত্র যারই হোক, খুঁজে বের করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল আরও বাড়ানো হয়েছে।”

অস্ত্রটি কীভাবে ময়লার স্তূপে এলো বা কারা ফেলে গেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।



banner close
banner close