দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা।
যদিও পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন, অবরোধ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন পরীক্ষার্থীরা৷ সবশেষ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট উভয় বিষয়ের পরীক্ষার জন্য প্রকাশিত এই নির্দেশনায় হলে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরনের অসদুপায় বা নিয়ম লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলের বিষয়টিও জানিয়েছে পিএসসি।
সম্প্রতি কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা পরীক্ষাসংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই–পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক বা ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর (গাণিতিক যুক্তি ব্যতীত), কিংবা অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। হলের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর প্রবেশপত্র যাচাই করে হলে ঢুকতে দেয়া হবে। পরীক্ষার সময় কারো কাছ থেকে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ, এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:








