রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-১। কবির ২। রাজু ৩। শাহাদাত হোসেন ৪। রাসেল ৫। বশির ৬। সজীব ৭। সারফারাজ ৮। পৃথিবী ৯। সাজ্জাদ ১০। জাহিদ ১১। শাওন ১২। রাজু ১৩। সোহেব ১৪। সাগর ১৫। জীবন ১৬। কাল্লু ১৭। মিন্টু ১৮। শাকিব ১৯। আঙ্গুর মিয়া ২০। জসীম উদ্দিন ২১। নয়ন ২২। রাসেল ২৩। মুসা ২৪। সোহেল ও ২৫। আদর
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








