রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৯০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ৪ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৮৬ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ১৪৬ টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৫ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ১৫৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৭ টি বাস, ১ টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫ টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১১৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫ টি বাস, ৬ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪০০ টি গাড়ি ডাম্পিং ও ১৯৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (২৪ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আরও পড়ুন:








