রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

'রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৫:০৯

শেয়ার

'রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না'
ছবি: সংগৃহীত

অ‍্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান বলেছেন রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না।

সোমবার সকালে সিজিএস-এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ‍্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিকদের জন‍্য নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব‍্যবহার করবেন এমন আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকদের ন‍্যারেটিভ চেঞ্জ করতে হবে, যেনো সাংবাদিকরা নিজেদের কণ্ঠস্বর বজায় রাখতে পারেন।

এ সময় ডিজিটাল অ‍্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেনো এ দেশে আর ফিরে না আসে সে কারণেও এই আইনটি প্রয়োজন।



banner close
banner close