রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

'জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিমানবাহিনী'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১৫:৫৭

আপডেট: ২২ নভেম্বর, ২০২৫ ১৫:৫৭

শেয়ার

'জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিমানবাহিনী'
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনী জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত— এমনটাই জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার রাজধানীর তেজগাঁও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সরঞ্জামে সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনী। অপারেশনাল এবং প্রশাসনিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নও করা হয়েছে।

এসময় দেশের স্বার্থ ও সার্বোভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান।



banner close
banner close