রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশে ভূমিকম্পের ঘটনায় যা বলল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ২৩:১৫

শেয়ার

বাংলাদেশে ভূমিকম্পের ঘটনায় যা বলল জাতিসংঘ
সংগৃহীত ছবি

বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, তারা ঢাকায় ভূমিকম্পের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পোস্টে লেখা হয়, আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন ও নরসিংদীতে ৫ জন নিহত হয়েছেনএছাড়াও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।



banner close
banner close