সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরের ড্রাইভওয়ের কিছু অংশের সিলিং প্যানেল খসে পড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৬:১২

শেয়ার

ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরের ড্রাইভওয়ের কিছু অংশের সিলিং প্যানেল খসে পড়েছে
ছবি: সংগৃহীত

ঢাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে বহির্গমন পথের গেট চার ও পাঁচ সংযোগ অংশে দৃশ্যমান ফাটল দেখা দিয়েছে। সেখানে কিছু অংশের সিলিং প্যানেল খসে পড়েছে।

শুক্রবার সকালে ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পর যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। এ সময় সিলিং কিছুটা খসে পড়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অংশটি ঘিরে ফেলে এবং সাধারণ যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে বলেন, ডিপারচার ড্রাইভওয়েতে উপরের সিলিং জয়েন্ট থেকে একটু প্লাস্টার খসে পড়েছিল। আলহামদুলিল্লাহ, রানওয়ে, অ্যাপ্রোন এবং টার্মিনালের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের গঠনগত সুরক্ষা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে। দলটি ফাটলের প্রকৃতি, গভীরতা এবং ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন করছে। বুয়েটের মূল্যায়ন রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় মেরামত বা স্থায়ী সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।



banner close
banner close