রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলছেন, এটা মধ্যম ধরনের ভূমিকম্প ছিলো।
তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘কিছুক্ষণ আগে অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম মাত্রার। যার শক্তি খুব বেশি নয়, কিন্তু অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে চার দশমিক পাঁচ থেকে ছয় মাত্রার মধ্যে হয়। এ ধরনের ভূমিকম্পে মাটির কাঁপা স্পষ্টভাবে অনুভূত হয়, বাড়ির মধ্যে আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না।’
তিনি বলেন, ‘মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না। সহজভাবে বলতে গেলে, এটি হলো না খুব দুর্বল, না খুব শক্তিশালী, এটি মাঝারি ধরনের ভূমিকম্প, যা স্থানীয় মানুষজনের মধ্যে কেঁপে ওঠার অনুভূতি সৃষ্টি করতে পারে।’
আরও পড়ুন:








