শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ভূমিকম্পে রাজধানীর কসাইটুলিতে পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১২:১৩

শেয়ার

ভূমিকম্পে রাজধানীর কসাইটুলিতে পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে রাজধানীর কসাইটুলিতে পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে

রাজধানীতে ভূমিকম্পের পর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই কসাইটুলি এলাকার একটি ভবনের অংশবিশেষ ধসে পড়ার খবর পেয়ে ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে ভবনটির আশপাশের এলাকা ঘেরাও করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত এবং এর কেন্দ্রস্থল ছিলো নরসিংদীর ঘোড়াশাল এলাকার নিকটবর্তী অঞ্চল।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, হঠাৎ ভবনটি কেঁপে ওঠে। কিছুক্ষণ পর পাশের ভবনের একটি অংশ ধসে পড়ে ধুলার কুয়াশা তৈরি হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



banner close
banner close