সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন, কোন দেশ থেকে কবে রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২৩:২১

শেয়ার

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন, কোন দেশ থেকে কবে রেজিস্ট্রেশন
সংগৃহীত ছবি

প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করলো নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন।

এসময় সিইসি বলেন, ভোটারদের ভোট থেকে বঞ্চিত না করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ ছিলো। পোস্টাল ভোট বিডি বৈশ্বিক গণতন্ত্রের পথ খুলে দিয়েছে। প্রবাসীদের ভোট গ্রহণ হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়।

সিইসি বলেন, গণতন্ত্রের ইতিহাসে এই অ্যাপ উন্মোচন একটি অনন্য সংযোজন। আজকের উদ্যোগ প্রবাসীদের ভোট না দেওয়ার বঞ্চনার অবসান ঘটিয়েছে। গণতন্ত্রে তাদের অংশগ্রহণ অপরিহার্য। এই পোস্টাল ভোট অ্যাপ উন্মোচনকে আমি দুঃসাহসই বলবো। এটি হাইব্রিড সমাধান। রেজিস্ট্রেশন অনলাইনে, ভোটদান প্রক্রিয়া ম্যানুয়াল। সচেতনতা ও আস্থা তৈরি এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, অ্যাপ ব্যবহারের সময় অনেক ত্রুটি পেতে পারেন। সেই ব্যাপারে আমাদের পরামর্শ দেবেন। অ্যাপটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা দরকার।

কোন দেশ থেকে কবে রেজিস্ট্রেশন করা যাবে

বুধবার (১৯ নভেম্বর) থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিনে নিবন্ধন করা যাবে। প্রবাসী বাংলাদেশিদেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেনতবেসময়ের মধ্যে দেশঅঞ্চল ভেদে পাঁচ দিন করে সময় নির্দিষ্ট থাকবে

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভিএসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫০ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

এছাড়া ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়া অঞ্চলের দুটি দেশে নিবন্ধনের সুযোগ রয়েছে। ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে তিন ডিসেম্বরের মধ্যে। চার ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে আট ডিসেম্বর পর্যন্ত

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারবেনডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যেসৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি ১৪টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা নিবন্ধন করতে পারবেন ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।

প্রকল্পের টিম লিডার জানান, বাংলাদেশের ভেতরে যারা পোস্টাল ভোটিংয়ে অংশ নেবেন তাদের ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। এসময় প্রবাসে কেউ বাকি থাকলে তাদেরও সুযোগ দেওয়া হতে পারে।

প্রবাসীদের বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।



banner close
banner close