সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভাটারা থেকে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৫:৫৭

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১৫:৫৮

শেয়ার

ভাটারা থেকে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মধু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত মধু শেরপুর জেলার সদর থানার ছনকান্দা মিয়া বাড়ীর মৃত আফসার মিয়ার ছেলে। বর্তমানে ভাটারা থানার ছোলমাইদ পূর্ব পাড়া কাজিবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, সকালের দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তৃতীয় তলার বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মধু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, তার স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। রাতে খেয়ে বাসায় এসে দরজা ধাক্কাধাক্কি করলেও দরজা খোলেননি। তার স্ত্রী মনে করেছিলেন, তিনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। পরে সকালে দরজার ফাঁক দিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, সে বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



banner close
banner close