দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। জাকির মল্লিক ২। রুবেল ৩। গোলাম মোস্তফা ৪। শরিফুল ৫। মিরাজ ৬। কাউসার হাসান ৭। সুমিত ৮। বাদশা ৯। সাঈদ ১০। তাজু ও ১১। ইমরান।
এ অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় একজন, মাদক মামলায় ছয়জন,পরোয়ানা মূলে তিনজন এবং ডিএমপি অধ্যাদেশে একজন।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:








